Opu Hasnat

আজ ২৮ নভেম্বর শনিবার ২০২০,

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ গাজীপুর

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।  ধীরাশ্রম রেল স্টেশনের ষ্টেশন মাষ্টার মো: হেলালউদ্দিন জানান, জামালপুর থেকে সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকার উদ্যেশ্যে ছেড়ে আসে। সকাল পৌনে ১১টার দিকে ট্রেনটি ধীরাশ্রম রেলষ্টেশনের আউটার সিগন্যালে পৌছলে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। এঘটনায় যাত্রীদের অনেকেই নিজ নিজ আসন থেকে পড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয় বলে জানিয়েছেন জামালপুর থেকে আসা যাত্রী জাহেদুর রহমান। পরে কমলাপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে দূর্ঘটনা কবলিত কমিউটার ট্রেন উদ্ধার করে জয়দেবপুর রেল জংশনে নিয়ে গেলে বেলা সোয়া ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। 

জয়দেবপুর জংশনের প্রধান স্টেশন মাস্টার মো: শাহজাহান জানান, ধীরাশ্রম  স্টেশন  এলাকায় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হওয়ার পর পেছনের বগিগুলো জয়দেবপুর জংশনে নেওয়া হয়। এরপর ধীরাশ্রম স্টেশনের অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে ধীরাশ্রম স্টেশনে প্রবেশের সময় জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।