Opu Hasnat

আজ ২৮ নভেম্বর শনিবার ২০২০,

করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২০ প্রানহানি, আক্রান্ত ১৩৩৫, সুস্থ ১৫২৩ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় আরো ২০ প্রানহানি, আক্রান্ত ১৩৩৫, সুস্থ ১৫২৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫,৮৩৮ জন। 

আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১,৩৩৫ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৪০১,৫৮৬ জন। 

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ১,৫২৩ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ৩১৮,১২৩ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

এই বিভাগের অন্যান্য খবর