Opu Hasnat

আজ ২৮ নভেম্বর শনিবার ২০২০,

দুর্গাপুরে অটো চাপায় শিশু নিহত নেত্রকোনা

দুর্গাপুরে অটো চাপায় শিশু নিহত

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের খুজিউড়া নামক স্থানে অটো চাপায় ছয় বছর বয়সী জুম্মান নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে গেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জুম্মান পৌর শহরের খুজিউড়া গ্রামের মোবারক মিয়ার ছেলে। গুরুতর আহত অপর শিশু সাইফুল (১২) কে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন গাঁওকানিয়া থেকে একটি অটো শিবগঞ্জ আসার পথে খুজিউড়া নামক স্থানে এসে অটো উল্টে শিশুটির মাথা থেঁতলে যায়, অপর দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু জুমানকে মৃত ঘোষনা করে অপরদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে অটো চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।