Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের ২০তম সম্মেলন নেত্রকোনা

দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের ২০তম সম্মেলন

নেত্রকোনার দুর্গাপুরে ‘‘রুখো শিক্ষা বানিজ্য-ধর্ষণ-অনিয়মের মহাবলয়, চেতনায়-দ্রোহে-বিপ্লবে আনো নতুন সূর্যোদয়” এই স্লোগানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার ২০ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনে মঙ্গলবার বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে পতাকা উওোলনের মাধ্যমে সম্মেলন কর্মসূচির উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয সহ:সভাপতি মেহেদী হাসান নোবেল। উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় ছাত্র ইউনিয়নের সভাপতি শাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা: দিবালোক সিংহ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা সিপিবির সাধারন সম্পাদক কমরেড নলিনী কান্ত সরকার, উপজেলা সিপিবির সভাপতি কমরেড আলকাছ উদ্দীন মীর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ সহ:সভাপতি দীপক শীল, জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক পার্থ প্রতীম সরকার প্রমুখ। সম্মেলন শেষে আলমগীর হোসেনকে সভাপতি ও আমিনুল ইসলাম কে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

বক্তারা বলেন, দেশে সুষ্ঠ ছাত্র-রাজনীতি করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ক্ষমতার দম্ভে দম্ভিত হয়ে যারা ছাত্র রাজনীতিকে কুলষিত করে এবং সরকার কে বিপদে ফেলতে চায়, আমরা তাঁদের ঘৃনা করি। দেশের বর্তমান করোনা প্রেক্ষাপটে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে পকেট ভরার ধান্ধা, ধর্ষন ও টেন্ডার বাজীতে ব্যস্ত, তাঁদের কে বলি, আপনারা আসুন ছাত্র ইউনিয়নের পতাকা তলে, দেখে যান ত্যাগের রাজনীতি কাকে বলে। দেশ রক্ষায় সকলকে প্রগতিশীল রাজনীতি করতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নে যোগ দেয়ার আহবান জানান।