Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

সিংগাইরে লাউ গাছের সাথে শত্রুতা! মানিকগঞ্জ

সিংগাইরে লাউ গাছের সাথে শত্রুতা!

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর ফতেপুর গ্রামের মৃত সাইজুদ্দিন মুন্সির পুত্র কৃষক আইনুদ্দিনের একবিঘা জমির লাউ গাছ গোড়া থেকে কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আইনুদ্দিন বলেন, চলমান মহামারি করোনাকালীন ও বন্যা পরবর্তী সময়ে বাড়ির পূর্ব পাশে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ১বিঘা জমিতে লাউ চাষ করেছিলেন। ফলন্ত এ লাউ গাছগুলো  রোববার দিবাগত রাতে (২৫ অক্টোবর) কে বা কারা কেটে ফেলে। চাষি আইনুদ্দিন আরো বলেন, মাত্র দু‘বার ৩ হাজার টাকার লাউ বিক্রি করার পর আমার লাউগাছগুলোকে কেটে ফেলা হয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

স্থানীয় রশিদ আহমদ বলেন, যারা এমন জঘন্যতম কাজ করেছে তারা শুধু আইনুদ্দিনের ক্ষতি করেনি বরং এলাকার লোকজনের হক নষ্ট করেছে। তাই তাদের চরম শাস্তি পাওয়া উচিত । চান্দহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার খালেদ রেজা বলেন, খবর পেয়ে সোমবার (২৬ অক্টোবর) ভোরে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেতে গিয়ে দেখি সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে। এ অন্যায় কোনোভাবে মেনে নেয়া যায় না। অবশ্যই দোষীদের শাস্তি হওয়া উচিত।

এ ব্যাপারে সিংগাইর থানার অন্তর্গত শান্তিপুর (বাঘুলী) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।