Opu Hasnat

আজ ২৫ নভেম্বর বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে নড়াইলে সাইকেল র‌্যালি নড়াইল

নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে নড়াইলে সাইকেল র‌্যালি

নড়াইলে সাইকেল র‌্যালি করে নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে।  

রোববার (২৫ অক্টোবর) দুপুরে নড়াইল সদরের এগারোখান এলাকায় এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।  গ্রামীণ সড়ক দিয়ে সাইকেল চালিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে বিভিন্ন স্লোগান দেয় শতাধিক কিশোর কিশোরী। 

বে-সরকারি সেবা সস্থা আরআরএফ এর আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আরআরএফ’র কৈশোর কর্মসূচি নড়াইলের প্রোগ্রাাম অফিসার সাবিনা ইয়াসমিন বীনা ও প্রবীর দত্ত।