Opu Hasnat

আজ ১ ডিসেম্বর মঙ্গলবার ২০২০,

দুর্গাপুুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব উইমেন্স কর্নার উদ্বোধন নেত্রকোনা

দুর্গাপুুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব উইমেন্স কর্নার উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নারীর ক্ষমতায়ন, মাতৃত্বকালীন সেবা ও নারীদের সামগ্রীক উন্নয়নের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব উইমেন্স কর্নার ও ই-মাতৃসেবা মোবাইল অ্যাপস এর উদ্বোধন করা হয়েছে। রোববার নানা আয়োজনে এ কার্যক্রম উদ্ধোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর জীবনী নিয়ে আলোচনা করেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, অতিরিক্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা খানম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, নারীনেত্রী ক্যামিলিয়া বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক প্রমুখ।

সচিব কবির বিন আনোয়ার বলেন, দুর্গাপুরের ইউএনও ফারজানা খানমের প্রচেস্টায় নারীদের বিভিন্ন সেবা প্রদানের লক্ষে যে উদ্দ্যোগ গ্রহন করেছেন তা সত্যিই মহৎ কাজ। যে উপজেলাতে ৩টি বড় পদেই নারী অধিষ্ঠিত রয়েছেন, সেখানে নারীদের সেবার মান উন্নয়ন হবে এটাই স্বাভাবিক, আমি এ উদ্দ্যেগের সাফল্য কামনা করি। পরবর্তিতে সোমেশ্বরী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে আগামী দুই মাসের মধ্যে স্থায়ী বাঁধ নির্মান এর কাজ শুরু এবং নীতিমালা অনুযায়ী বালু উত্তোলন, সোমেশ্বরী নদী শাসন সহ নানা প্রকল্পের কাজ শুরু হবে মর্মে আশ্বাস প্রদান করনে।