Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে কুমারী পূজা অনুষ্ঠিত নেত্রকোনা

দুর্গাপুরে কুমারী পূজা অনুষ্ঠিত

শারদীয় পূজোর নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমে। রোববার সকাল থেকেই নানা আয়োজনে এ পুজা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রামকৃষ্ণ আশ্রমে এবার ৮৪ তম কুমারী পূজার আয়োজন করা হয়েছে বলে জানান উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায় এডভোকেট মানেশ চন্দ্র সাহা। অপরদিকে আশ্রম কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা জানান, স্থানীয় জগবন্ধু সাহা, দেবেন্দ্র চন্দ্র সাহা, গুরু দয়াল সাহা ও বৈষ্ণব চরণ সাহার দান করা ৫২ একর জমিতে ১৯৩৬ সালের ২১ এপ্রিল স্বামী সুখাত্মনন্দজী মহারাজ সুসঙ্গ দুর্গাপুর উপজেলার কুল্লাগড়াতে রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্টা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ মন্দিরে দূর্গাপূজার নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। অন্য বছরের মত এবারও আশ্রমে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত চলে এ পুজার আয়োজন। তিনি বলেন, দেশের আর কোথাও নবমী তিথিতে কুমারী পূজা অনুষ্ঠিত হয় না। এ পুজায় আশ-পাশের হাজারো ভক্তবৃন্দ আশ্রমে উপস্থিত হয়ে দেশ ও জাতীর কল্যানে প্রার্থনা ও প্রসাদ গ্রহন করেন।