Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মুন্সীগঞ্জে ইয়াবাসহ ৭ রোহিঙ্গাসহ ৮ জনকে আদালতে প্রেরন মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ইয়াবাসহ ৭ রোহিঙ্গাসহ ৮ জনকে আদালতে প্রেরন

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর থেকে ৭ রোহিঙ্গাসহ ৮ জনকে ৯শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। 

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মুক্তারপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয়। আটককৃত ৮ জনের মধ্যে ৭ জনই রহিঙ্গা। আটককৃত রোহিঙ্গা আজু বেগম (৩৫), নুর জাহান (১৯), নুর বেগম (৫০), জিয়া বল (৩০), সুমাইয়া আক্তার (১৬), শাকিলা (২৫), নুর কায়দা (১৫) তারা রোহিঙ্গা বলে জানান পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান রোববার (২৫ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মফিজুল ইসলামের নেতৃত্ত্বে শনিবার বিকালে নারীসহ ৭ রহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার সময় লৌহজং উপজেলা থেকে জরিত থাকার অপরাধে  রাজেশকে (৩০) নামের আরও একজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন এদের কাছ থেকে ৯শ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রোববার বিকেল ৩ টার দিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।