Opu Hasnat

আজ ১ ডিসেম্বর মঙ্গলবার ২০২০,

পাইকগাছার গজালিয়া উদয়ন সংঘের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ খুলনা

পাইকগাছার গজালিয়া উদয়ন সংঘের নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ

পাইকগাছার ঐতিহ্যবাহী গজালিয়া উদয়ন সংঘের কার্যকরী কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার সকালে সংঘের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংঘের আহবায়ক এম আনিছুর রহমানের সভাপতিত্বে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, আওয়মীলীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি ও সংঘের সদস্য সচিব এমএম আরিফুল ইসলাম। 

উল্লেখ্য, করোনার কারণে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সমঝোতার ভিত্তিতে প্রভাষক মুহাম্মদ দেলোওয়ার হুসাইন কে সভাপতি ও আব্দুল মান্নান ফিলিপ কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি রবিউল ইসলাম গাজী, ইব্রাহীম ঢালী, সহ-সাধারণ সম্পাদক এসএম আব্দুল কাদের, জিএম বাশারুল ইসলাম, কোষাধ্যক্ষ বিএম রেজাউল করিম, ক্রীড়া সম্পাদক হুসাইন কবির, সহ-ক্রীড়া সম্পাদক আলমগীর সরদার, পাঠাগার সম্পাদক এসএম রাসেল আহম্মেদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম শেখ, প্রচার সম্পাদক শাকিল উদ্দীন ঢালী, ধর্ম বিষয়ক সম্পাদক বিএম নাজমুস শাহাদাত, কার্যকরী সদস্য এসএম মনজরুল ইসলাম, এমএম হাবিবুর রহমান, কেএম মহিউদ্দীন টুটুল, এফএম জিবারুল ইসলাম, বিধান চন্দ্র সানা, এসএম আবুল খায়ের, তুষার কান্তি বিশ্বাস, মাসুম বিল্লাহ, মারুফ বিল্লাহ ও তরিকুল ইসলাম পাপ্পু।