Opu Hasnat

আজ ২৮ নভেম্বর শনিবার ২০২০,

পানছড়িতে দুইদিন ব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ সম্পন্ন খাগড়াছড়ি

পানছড়িতে দুইদিন ব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ সম্পন্ন

খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি উপজেলাতে দুইদিন ব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। জেলার পানছড়ি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি(ইউএনসিসি) এর আয়োজনে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন(লীন) প্রকল্পের সহযোগিতায় পানছড়িতে ২১-২২শে অক্টোবর ২দিনব্যাপী নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুষ্টি সমন্বয় কমিটি(ডিএনসিসি) এর প্রশিক্ষণ সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম ২১শে অক্টোবর উদ্বোধন করেন এবং ২২শে অক্টোবর নিউট্রিশন সেনসেটিভ প্রোগ্রমিং প্রশিক্ষণ সমাপ্তি ঘোষনা করেন।

জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আবসার, মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ চাকমা ও পানছড়ি উপজেলা লীন প্রকল্পের সমম্বয়ক ডরথি চাকমা পুষ্টি বিষয়ক আলোচনা প্রদর্শনসহ বিস্তারিত তুলে ধরেন।

এসময় মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা চাকমা, লিডারশীপ টু এডইকুয়েট নিউট্রিশন(লীন) জেলা কারিগরী কর্মকর্তা হ্যাপি দেওয়ান, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, লতিবান ইউপি চেয়ারম্যান কিরন ত্রিপুরা, কালা চাঁদ চাকমাসহ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যগন এতে অংশ গ্রহণ করে।

এই বিভাগের অন্যান্য খবর