Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

ঝালকাঠিতে এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, কৌশিক বড়াল কারাগারে ঝালকাঠি

ঝালকাঠিতে এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, কৌশিক বড়াল কারাগারে

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট (এনএসআই) পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ঝালকাঠির সদর উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের কৃষ্ণকান্ত বড়ালের ছেলে কৌশিক বড়ালকে (২৪) কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে কৌশিককে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালতের বিচারক এইচএম ইমরানুর রহমান কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

জানাগেছে, রবিবার বেলা ১ টায় এনএসআই-এর কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় এনএসআই তাকে হাতেনাতে আটক করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সদর উপজেলার  গুয়াটন গ্রামের বাসিন্দা ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ শাহজাহানের কাছ থেকে কথিত রাজাকার তালিকা থেকে তার নাম বাদ দেয়ার কথা বলে ১ হাজার টাকা নেয়। ইতিপূর্বেও তার কাছ থেকে এনএসআই পরিচয় দিয়ে আরও কিছু টাকা নিয়েছে। ঝালকাঠির এনএসআই সহকারি পরিচালক আব্দুল কাদের বলেন, কৌশিকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার অপরাধে ফৌজদারী মামলা করা হবে। কৌশিক বড়ালের এই অপরাধের অডিও ভিডিও তথ্য তাদের হাতে রয়েছে বলে এই কর্মকর্তা জানান । কৌশিক বড়াল ১বছর পূর্বে ফ্যিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করত বলে জানা যায়।