Opu Hasnat

আজ ২৮ নভেম্বর শনিবার ২০২০,

শেখ রাসেলের জন্মদিনে মাগুরা যুবলীগের বিনামূল্যে ওষুধ, খাবার বিতরণ ও দোয়া মাগুরা

শেখ রাসেলের জন্মদিনে মাগুরা যুবলীগের বিনামূল্যে ওষুধ, খাবার বিতরণ ও দোয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে রবিবার মাগুরায় অসহায়, দুস্থ, শিশুদের জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে জেলা যুবলীগ। এ উপলক্ষে শহরের কালেজ রোডে জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, মাগুরা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক, পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, বাকি বিল্লাহ সান্টু প্রমুখ। 

আলোচনা সভা শেষে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রেজওয়ান আহমেদের কাছে শিশুদের জন্য ওষুধ হস্তান্তর করে বিনা মূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

এছাড়া শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ, সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ।