Opu Hasnat

আজ ১৬ এপ্রিল মঙ্গলবার ২০২৪,

রাজবাড়ীতে ৯ জেলের কারাদন্ড রাজবাড়ী

রাজবাড়ীতে ৯ জেলের কারাদন্ড

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে একমাস করে করাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । সেই সাথে জব্দ করা হয়েছে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় এখন পদ্মার মাছ ধরার ব্যাপারে সরকারী নিষেধাজ্ঞা রয়েছে। রবিবার ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য অফিস যৌথভাবে পদ্মা নদীর সোনাকান্দর থেকে গোয়ালন্দ পর্যন্ত অভিযান চালায়। এ সময় ইলিশ ধরা অবস্থায় ৯ জেলেকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ। 

পরে আটককৃতদের রাজবাড়ীর এনডিসি মোঃ সাইফুল হুদার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত সবাইকে এক মাস করে কারাদন্ড প্রদান করেন। আর জাল আগুনে পুরিয়ে ধ্বংস করার নির্দেশ প্রদান করে।