Opu Hasnat

আজ ২১ অক্টোবর বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

সুনামগঞ্জে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী সমিতির মানববন্ধন সুনামগঞ্জ

সুনামগঞ্জে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী সমিতির মানববন্ধন

সরকারি কলেজে কর্মরত সকল বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্বখাতে স্থানাস্তরের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ সরকারি কলেজ ও সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের কর্মচারীরা। শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে সুনামগঞ্জ সরকারি কলেজের মূল ফটকে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের বেসরকারি কর্মচারী সমিতির সভাপতি শাহ মো. ওমর ফারুক, সহ-সভাপতি সুজন আলী, মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মারজান আহমেদ, মহিলা সম্পাদিকা মো. নাজমা বেগম, সহ-সাধারণ সম্পাদক মহিম আলী, কোষাধ্যক্ষ মনফর আলী, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্মচারি সমিতির সভাপতি জয়ন্ত কুমার পালন, সদস্য নিতু শীল প্রমুখ। 

মাবনবন্ধনে বক্তারা বলেন, ‘আমরা প্রায় ২০ বছর ধরে চাকুরি করছি। সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ন্যায় আমরা কাজ করছি। কিন্তু আমাদের চাকুরি রাজস্বখাতভূক্ত করা হচ্ছে না। যার কারণে আমরা সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সামান্য বেতনে চাকুরি করে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।’ মানববন্ধনে সকল সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবি জানানো হয়। 

এই বিভাগের অন্যান্য খবর