Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

পাইকগাছায় দু’টি একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন খুলনা

পাইকগাছায় দু’টি একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু পৌর সদরের দুটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল একাডেমিক ভবন নির্মান কাজের মান যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন। তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা বিদ্যালয় ও পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের লিপ্ট সহ ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মানে ৫ কোটি ৭৮ লাখ করে টাকা বরাদ্ধ হয়েছে এবং এটি বাস্তবায়ন করছেন মের্সাস মোজাহার এন্টারপ্রইজ প্রাঃ লিঃ। 

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,উপজেলা পূজাউদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধু সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, খুলনা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ নাফিজ আক্তার, উপ-সহকারী আকরাম হোসেন সহ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।