Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

সুনামগঞ্জে পুলিশী বাধাঁয় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন সুনামগঞ্জ

সুনামগঞ্জে পুলিশী বাধাঁয় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে পুলিশী বাধাঁয় সুনামগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা শাখা ও জেলা ছাত্রদল ও সহযোগি সংগঠনের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি মিছিলটি বের হয়ে কালিবাড়ি পয়েন্টের সামনে এলে পুলিশী বাধার মুখে পড়ে  এবং বাক বির্তকের এক পর্যায়ে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।  

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওয়াকিবুর রহমান গিলমানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মোঃ মইনুদ্দিন আহমদ সুহেল, নাদীর আহমদ, সেলিম উদ্দিন ভুট্রো, আবুল মনসুর মোঃ শওকত পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী, সদর থানা বিএনপির আহবায়ক  মোঃ আকবর আলী, নাসিম উদ্দিন লালা, শুয়েব আহমদ, সাইফুল্লাহ হাসান জুনেদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, পৌর বিএনপির সদস্য মুর্শেদ আলম, সদস্য সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল, যুগ্ম আহবায়ক তফাজ্জল হোসেন, রাকিবুল ইসলাম দিলু,  এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, সুহেল মিয়া, সিরাজুল ইসলাম, কালার চান, সুহেল মিয়া, আবুল কাশেম দুদু, শাহজাহান, রেজাউল হক রেজা, সফিকুল হক, আনোয়র জাবেদ, দোহা, রায়হান, সৌরভ, হাবিব, শাহিন প্রমুখ। 

বক্তারা বলেন, আজ গনতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার কথা বলার স্বাধীনতা বিপন্ন হয়েছে। তাই গনতন্ত্র পূনরুদ্দারে দেশের সকল মানুষকে ৭ ই নভেম্বর সিপাহী জনতার  আন্দোলনের মাধ্যমে শহঅদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাই  দলীয় প্রতিটি নেতাকর্মীসহ দেশের সকল মানুষকে বিপ্লব ও সংহতি দিবসের অঙ্গীকার নিয়ে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবান জানান। 

এই বিভাগের অন্যান্য খবর