Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কিশোরগঞ্জে বিধবা বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে কার্ড ও নগদ অর্থ বিতরণ নীলফামারী

কিশোরগঞ্জে বিধবা বয়স্ক  প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে  কার্ড ও নগদ অর্থ বিতরণ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্টোনীর উপকারভোগীদের মাঝে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী  কার্ড ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে  পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেযারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট। এ সময় তিনি বলেন -বর্তমান সরকার দরিদ্র বান্ধব সরকার। দেশের প্রতিটি বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীসহ দরিদ্র ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা বেস্টুনীর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে । তারই আলোকে কিশোরগঞ্জ উপজেলার সকল প্রতিবন্ধী, বিধবা ও বয়স্কসহ দরিদ্র ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেস্টুনীর আওতায় নেয়া হচ্ছে। এ উপজেলাকে শতভাগ সামাজিক নিরাপত্তা বেষ্টোনীর আওতায় আনার ব্যবস্থা গ্রহণে সরকারের দৃষ্টি  আকষর্ণ করছি।

সভায় আরোও  উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার  ফরহাদ হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। এ অনুষ্ঠানে উপজেলার ১শ’ ৮১ জন বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড ও নগদ অর্থ বিতরণ করা হয়।