Opu Hasnat

আজ ২৪ সেপ্টেম্বর রবিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু নারী ও শিশুরাজবাড়ী

বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে পানিতে ডুবে তহুরা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্য মোঃ আকরাম হোসেন খান।

নিহত তহুরা খানম বালিয়াকান্দির সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের আমির উজ্জামান মটুর মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, নিহত তহুরা খেলতে খেলতে হঠাৎ করে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক সময় ধরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে তাকে পুকুরের মধ্যে থেকে উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।