Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

পাবনায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট’র মানববন্ধন পাবনা

পাবনায় নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট’র মানববন্ধন

দেশব্যাপী নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রæত গ্রেফতারসহ বিচারের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনা জেলা শাখা। বৃহস্পতিবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনা জেলা শাখার সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ভাস্কর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, রিপোর্টারস্ ইউনিট পাবনার সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ বাবলা, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সহ-সভাপতি মাহবুবুল আলম লিটন, সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, সহ-সম্পাদক আলমগীর কবীর হৃদয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আর কে আকাশ, কার্যনির্বাহী সদস্য- সালফি আল ফাত্তাহ, বিপ্লব ভৌমিক, ফজলুল হক খান, গণশিল্পী সংস্থা পাবনা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তফা জাহান কণিকা, উদীচি শিল্পী গোষ্ঠী পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক দিবাকর চক্রবর্তী, দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, রূপান্তর সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক দেওয়ান মাজহার, তারুণ্যের অগ্রযাত্রা বাংলাদেশ’র উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স, সোনার বাংলা মা একাডেমীর সাধারণ সম্পাদক সুমন আলী, পাবনা স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার সরকার, গৌধুলী আড্ডার সেলিম রেজা প্রমূখ।

এসময় যুগান্তর স্বজন সমাবেশ পাবনা জেলা শাখা, উত্তরণ সাহিত্য আসর, তারুণ্যের অগ্রযাত্রা বাংলাদেশ, গ্রাম থিয়েটারসহ সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার অর্ন্তগত বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর