Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য

ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ভার্চুয়াল মেলা শিক্ষা

ব্রিটিশ কাউন্সিলের স্টাডি ইউকে ভার্চুয়াল মেলা

কোভিড-১৯ এর কারণে আগামী ১০ অক্টোবর ভার্চুয়াল মাধ্যমে স্টাডি ইউকে ভার্চুয়াল মেলার আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এ ভার্চুয়াল মেলায় যুক্তরাজ্যের অনেক সুপরিচিত বিশ্ববিদ্যালয় অংশ নিবে এবং এর পাশাপাশি বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ভর্তিচ্ছু শিক্ষার্থীরাও এ মেলায় অংশগ্রহণ করবে।

এ ভার্চুয়াল মেলায় শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভর্তি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ের সুযোগ পাবেন। কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বর্তমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে স্থিতিবস্থা রয়েছে এবং ক্ষেত্রবিশেষে সীমিত পরিসরে ভ্রমণ করা যাচ্ছে। এ পরিস্থিতিতে, এ ভার্চুয়াল মেলাটি বিশেষজ্ঞদের কাছ থেকে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষাগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য গ্রহণের এক সুবর্ণ সুযোগ। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধিগণ মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, বিষয় নির্বাচন ও আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন পরামর্শ  প্রদান করবেন। 

ভার্চুয়াল মেলায় অংশ নেয়া শিক্ষার্থীরা মেলা চলাকালীন সময়ে চ্যাট রুমে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পাবেন এবং এর পাশাপাশি ক্যাটালগ ডাউনলোড ও বিজনেস কার্ড বিনিময়েরও সুযোগ পাবেন।  

আগ্রহী শিক্ষার্থীরা এ ওয়েবসাইটে প্রবেশ করে https://bd.registration.study-uk.britishcouncil.org/events ভার্চুয়াল মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।  

নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীদের লগ-ইন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। এছাড়াও, যে সব শিক্ষার্থীরা মেলার আগে নিবন্ধন করতে পারবেন না তাদেরকে মেলা চলাকালীন সময়ে নিবন্ধনের সুযোগ দেয়া হবে। 

যুক্তরাজ্যের অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় এ ভার্চুয়াল মেলায় অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, দ্য ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, দ্য ইউনিভার্সিটি অব এডিনবার্গ, ইউনিভার্সিটি অব ইয়র্ক, ইউনিভার্সিটি অব স্ট্রেথক্লাইড, এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডন, অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়, কিংস কলেজ লন্ডন ও ডারহাম বিশ্ববিদ্যালয় । 

ভার্চুয়াল মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে এ ওয়েবসাইট থেকে https://bd.registration.study-uk.britishcouncil.org/study-uk-virtual-fair-2020-bangladesh#programme-detail.