Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতন, ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেপ্তার নোয়াখালী

নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতন, ইউপি সদস্যসহ আরও ২ জন গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ ঘরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হারুন অর রশিদ জানান, মামলার এজাহারভুক্ত ৫নং আসামি সাজুকে গোপন সংবাদে ঢাকার শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়। আর একলাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগকে নির্যাতিত নারীর আদালতে দেওয়া ২২ ধারার জবানবন্দির ভিত্তিতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
 
মামলার প্রধান আসামি বাদলের সঙ্গে এই দুই আসামিকেও মঙ্গলবার আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ওসি হারুন অর রশিদ।

এ নিয়ে এই মামলায় মোট ছয় আসামি গ্রেপ্তার হলো।