Opu Hasnat

আজ ১৭ এপ্রিল বুধবার ২০২৪,

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে পার্বতীপুরে শিক্ষক সমাবেশ দিনাজপুর

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে পার্বতীপুরে শিক্ষক সমাবেশ

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের জ্ঞানাংকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি আবু এহিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান রুকসানা বারী রুকু, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, জ্ঞানাংকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার প্রমুখ। 

বক্তারা বলেন, সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতের রুপদর্শী শিক্ষক, ১৯৯৪ সালে ইউনিস্কো এ স্লোগানকে সামনে রেখে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। ১৯৯৫ সাল থেকে পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে। বর্তমানে দেশে করোনা মহামারী প্রতিরোধ ও শিক্ষার মান উন্নয়নে সবাইকে আরও বেশী সোচ্চার হওয়ার জন্য বক্তারা শিক্ষকদের প্রতি আহবান জানান।