Opu Hasnat

আজ ২৮ অক্টোবর বুধবার ২০২০,

কালকিনিতে মাসব্যাপী সড়ক মেইনটেনেন্স কাজের উদ্বোধন মাদারীপুর

কালকিনিতে মাসব্যাপী সড়ক মেইনটেনেন্স কাজের উদ্বোধন

“মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার”এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মাসব্যাপী মোবাইল মেইনটেনেন্স কাজের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোপালপুর-ডাসার সড়ক সংস্কারের মাধ্যমে এ কাজ শুরু করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিমের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ সাইফুল ইসলাম, জেলা এলজিডি অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ বাবুল আখতার ও মোঃ ইমতিয়াজ আহম্মেদ প্রমুখ।