Opu Hasnat

আজ ২১ অক্টোবর বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কৃষি সংবাদগোপালগঞ্জ

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে  সার ও বীজ বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রণোদনা ২০২০-২১ অর্থ বছরের কর্মসূচীর আওতায় ক্ষুদ-প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্বল্প মধ্য মেয়দী শাকসবজির বীজ ও মাসকলাই বীজ সার বিতরণ আয়োজন করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগে বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠান হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির হোসেন মিয়া। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিরু মিয়া, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ, কৃষক প্রতিনিধি টুটুল মুন্সী প্রমুখ।

সভায় সঞ্চালনা করেন উপজেলায় উপসহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম ৪শ৪০ জন কৃষকদের মাঝে ও রাসায়নিক সার, বীজ বিতরণ করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর