Opu Hasnat

আজ ২১ অক্টোবর বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত মাগুরা

মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত

মাগুরা জেলা আওয়ামীলীগ এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী সোমবার আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাছির বাবলু ও স্থানীয় নেতৃবৃন্দ। 

বক্তৃতাদান কালে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু, দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।