Opu Hasnat

আজ ৩০ অক্টোবর শুক্রবার ২০২০,

ধর্মপাশায় হাওরে ট্রলার ডুবিতে নিখোঁজ বৃেদ্ধর সন্ধান মেলেনি এখনো সুনামগঞ্জ

ধর্মপাশায় হাওরে ট্রলার ডুবিতে নিখোঁজ বৃেদ্ধর সন্ধান মেলেনি এখনো

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধারাম হাওরে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারডুবিতে  মকবুল হোসেন (৬৫) নামের নামের নিখোঁজ হওয়া এক বৃদ্ধার লাশের সন্ধান এখনো মিলেনি। 

নিখোঁজ মকবুল হোসেন উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  উপজেলার ধারাম হাওরে এ দুর্ঘটনা  ঘটলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনেক খোজাঁখুজিঁর পরও এই নিখোঁজ বৃদ্ধার কোন সন্ধান পাওয়া যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার  সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের  নোয়াবন গ্রামের সামনে থেকে ৬ জন যাত্রী নিয়ে একটি যাত্রাবাহী ছোট ট্রলার জয়শ্রী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে যাওয়ার উদ্দোশে যাত্রা করছিলেন । পরে ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জয়শ্রী বাজারের কাছে ধারাম হাওরে  ঝড়ের  কবলে পড়ে যাত্রীবাহী   ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীরা ৫ জন যাত্রীকে উদ্ধার করলেও মকবুল হোসেনের সন্ধ্যান মিলেনি এখনো । উদ্ধারকৃতদের স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা হাওরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে  শুক্রবার  সকাল থেকে   স্থানীয়রা আবার তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী বলেন, স্থানীয় লোকজনদের নিয়ে  সকাল থেকে   ওই হাওরে নৌকা ও জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পরেও  এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি । তবে তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর