Opu Hasnat

আজ ৩০ অক্টোবর শুক্রবার ২০২০,

মাগুরায় পরকিয়া প্রেমিক গ্রেফতার মাগুরা

মাগুরায় পরকিয়া প্রেমিক গ্রেফতার

মাগুরা জেলার  মহম্মদপুরের চৌবাড়ীয়া গ্রামে পরকীয়ার টানে দেখা করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। পরকীয়ার টানে রাতের আধারে দেখা করতে এসে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে ধরা খেলো মহম্মদপুর উপজেলার দীঘা গ্রামের জিহাদ (২৮) । জিহাদ উপজেলার দীঘা গ্রামের ফেলু মোল্লার ছেলে ও নাগড়া বাজারের হোটেল ব্যাবসায়ী বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ গত ২৩ সেপ্টেম্বর রাতে চৌবাড়ীয়া গ্রামের হাসানের স্ত্রীর সাথে পরকীয়া করতে এসে হাতেনাতে ধরা পরে। 

হাসানের স্ত্রী বলেন, ‘জিহাদ আমাকে অনেক দিন ধরে ব্লাকমেইল করে আসছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে জিহাদ আমার স্বামীকে খাবারের সাথে ঘুমের ঔষধ খাওয়াতে বলে এবং চাপে পরে আমি তাই করি। 

হাসানের পরিবার জিহাদকে ২৪ সেপ্টেম্বর সকালে মহম্মদপুর থানার এস আই জাহাঙ্গীরের মাধ্যমে থানায় প্রেরণ করলে মহম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।