Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

চট্টগ্রামে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদলাতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চট্টগ্রাম

চট্টগ্রামে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদলাতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ভোক্তাগন যাতে মানসম্মত খাদ্য ও ভোগ্য পন্যের সঠিক মান ও সঠিক পরিমানে সংগ্রহ করতে পারেন সে লক্ষ্যে বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ উৎপাদনকারী, সরবরাহকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার (২৩ সেপ্টেম্বর) বিএসটিআই চট্টগ্রাম কর্তৃক সার্ভিল্যান্স অভিযান পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানা এলাকায় অবস্থিত মেসার্স আল মদিনা স্টোর এবং মেসার্স জব্বারিয়া স্টোরের বিরুদ্ধে বিএসটিআই মান সনদ বিহীন অবৈধ মশার কয়েল (ব্রান্ড- তুলসী পাতা) বিক্রয়, বিতরণ ও সংরক্ষনের অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী দুইটি মামলা দায়ের করা হয়েছে।অভিযানকালে উপস্থিত ছিলেন- বিএসটিআই এর সহকারী পরিচালক নূর মোহাম্মদ মোস্তফা, আব্দুর রহমান ও ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান। 

বিএসটিআই পরিচালক ইঞ্জি. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাননো হয় বিএসটিআই’র এরুপ অভিযান অব্যাহত থাকবে এবং এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।