Opu Hasnat

আজ ৩১ অক্টোবর শনিবার ২০২০,

কুমিল্লায় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু কুমিল্লা

কুমিল্লায় বাসচাপায় মা-মেয়ের মৃত্যু

কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার সাহেব বাজার (তুতবাগান) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার দেবিদ্বার উপজেলার সাইচাপাড়া গ্রামের এরশাদ মিয়ার স্ত্রী কুলসুম (৩৬) ও মেয়ে শাহিনুর বেগম (৩)।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাইচাপাড়া গ্রাম থেকে এরশাদ মিয়া মোটরসাইকেলযোগে তার স্ত্রী কুলসুম ও মেয়ে শাহিনুরকে নিয়ে কুমিল্লা নগরীতে ডাক্তার দেখাতে আসছিলেন। বিকেল পৌনে ৩টার দিকে তারা তুতবাগান এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী নিউ জনতা পরিবহনের একটি দ্রুতগামীবাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। এ সময় আহত হন গৃহকর্তা এরশাদ মিয়া। দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে যান। ময়নামতি হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসে।