Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

শিক্ষানগরী সৈয়দপুরের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী

শিক্ষানগরী সৈয়দপুরের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“মুক্তচিন্তায় বিকশিত হোক যুক্তিবাদী সমাজ” এই শ্লেগাান সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের উদ্যোগে রবিবার (২০ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমিন, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন। 

ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ নিঘাত সুলতানা, সাংবাদিক তোফাজ্জল হোসেল লুতু, শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা খুরশিদ জামান কাকন প্রমুখ। 

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষ-বিপক্ষ নিয়ে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় মহীয়সী নারী বেগম রোকেয়া দল চ্যাম্পিয়ন ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ দল রানারআপ নির্বাচিত হয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের বিতর্কিক সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী রাফিকা তাসফিয়া রিফা। 

প্রসঙ্গক্রমে, শিক্ষা ও জনসচেতনতার লক্ষ্যে ২০১৫ সালে যাত্রা শুরু করা অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের আয়োজনে এরইমধ্যে সৈয়দপুরে সাধারণ জ্ঞান, আবৃত্তি, চিত্রাঙ্কন, মেধা অন্বেষন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এবারই সংগঠনটির উদ্দ্যোগে প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় শিক্ষানগরী সৈয়দপুর সংশ্লিষ্ট কতৃপক্ষের। 

এই বিভাগের অন্যান্য খবর