Opu Hasnat

আজ ৩১ অক্টোবর শনিবার ২০২০,

ফরিদপুরে দুই হাজার গাছের চারা রোপন করলো গ্রীন মুভমেন্ট বাংলাদেশ ফরিদপুর

ফরিদপুরে দুই হাজার গাছের চারা রোপন করলো গ্রীন মুভমেন্ট বাংলাদেশ

ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আফজাল মন্ডল হাটের পদ্মা নদীর পাড় এলাকায় দুই হাজার বনজ ও ঔষধি গাছের চারা রোপন করলো গ্রীন মুভমেন্ট বাংলাদেশ নামে একটি সংগঠন। 

রবিবার সকাল ১১টায় সংগঠনের সদস্যরা ৯০ এর গনঅভ্যুথানের নেতা কাজী মোহিতুল হাসান বিভুলকে সঙ্গে নিয়ে গাছের চারা রোপন করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সৌদ আহমেদ খানঁ প্রান্ত, ফাহাদ বিন হাসান, চরমাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তুহিন মন্ডল সহ বন বিভাগের কর্মকর্তা বৃন্দ।

এর আগেও সংগঠনটি পাচঁশত তাল গাছ ও তিন শত বনজ ও ঔষধি গাছ রোপন করেন জেলার বিভিন্ন স্থানে। 

এই বিভাগের অন্যান্য খবর