Opu Hasnat

আজ ২০ অক্টোবর মঙ্গলবার ২০২০,

ফরিদপুরে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর

ফরিদপুরে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

“আমার গ্রাম, আমার শহর, ফরিদপুর হবে শিক্ষানগর” এই শ্লোগানকে সামনে রেখে করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল স্কুল এর কার্যক্রম বেগবান এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় ফরিদপুর শহরের জসিম উদ্দিন হলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এর আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।  

জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল এর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, সদর উপজেলা নির্বাহী মোঃ মাসুম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা সহ জেলার বিভিন্ন স্কুলের প্রধানগন।  

এসময় প্রধান অতিথি করোনা পরিস্থিতে ভার্চুয়াল স্কুলের এর কার্যক্রম বেগবান এবং মানসম্মত শিক্ষা নিশ্চতকরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের তিনি বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।