Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

কুমিল্লায় অস্ত্র ও মাদক উদ্ধার কুমিল্লা

কুমিল্লায় অস্ত্র ও মাদক উদ্ধার

কুমিল্লায় অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার সূর্যনগর ও ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবি’র একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

রাতে সদর দক্ষিণ উপজেলার সীমান্ত পিলার ২০৮৫/৯ এস হতে প্রায় দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে সূর্যনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বিদেশি পিস্তল (ইউএস) ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৫২১ বোতল ফেনসিডিল, ৮৩ বোতল মদ, ৬ কেজি গাঁজা, ১১ হাজার ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭টি বিয়ার ক্যান, ৭৬ হাজার ১৭০টি বিভিন্ন প্রকার বাজি ও ৫৫১টি কসমেটিক্স সামগ্রী মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। পিস্তল, গুলি, মাদকদ্রব্য ও অন্য মালামালের আনুমানিক মূল্য ৫৩ লাখ টাকা।

কুমিল্লা কোটবাড়ি ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি জানান, গোপন তথ্যে অভিযান পারিচালনা করা হয়। শুক্রবার বিকালে জব্দকৃত মাদকদ্রব্যগুলো জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।