Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

খাগড়াছড়িতে পৃথক দূর্ঘটনায় নিহত ২ খাগড়াছড়ি

খাগড়াছড়িতে পৃথক দূর্ঘটনায় নিহত ২

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় ও রামগড়ে পুকুরে ডুবে ২ জনের মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় আরোহী নিহত হয়েছে। জেলা সদরের চেঙ্গীব্রিজ এলাকার কাছে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সাথে এক বন্ধু আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ৩নং গোলাবাড়ী ইউপি কার্যালয়ের সামনে চট্রগ্রাম হতে খাগড়াছড়িগামী বাসের(চট্রগ্রাম জ-১১-০২৮৭) সাথে খাগড়াছড়ি হতে মাইসছড়িগামী একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে এ দূর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল চালক মো: শামিম(২৫) গুরুতর আহত হয়। সে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাধীন মাইসছড়ি এলাকার আবেদ আলী সরদার এর ছেলে।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যগন ঘটনাস্থল হতে শামিমকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে আছে বলে জানা যায়। এ বিষয়ে পুলিশি কার্যক্রম প্রক্রিয়াাধীন। 

এদিকে জেলার রামগড় পৌরসভার উত্তর গর্জনতলীতে বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সকালে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুল্লাহ নামে ৩ বছরের এক শিশু মারা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রামগড় উত্তর গর্জনতলীর বাসিন্দা হাজী শহিদুল্লাহর নাতি ও মাওলানা সিরাজুল ইসলামের ৩ বছর বয়সের একমাত্র শিশু সন্তান মো: আব্দুল্লাহ পরিবারের সদস্যদের অগোচরে বাসার পাশের নিজস্ব পুকুরে পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। শিশুটির মা তাকে ঘরে না দেখে খুজঁতে থাকেন। এক পর্যায়ে বাসার পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এসময় কর্মরত চিকিৎসক ডা: মোমিনুল হক তাকে মৃত ঘোষণা করেন।