Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

খাগড়াছড়িতে জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের ভবন নির্মাণ কাজের উদ্বোধন খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৪ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে জেলা সদরে বাস টার্মিনাল এলাকায় পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের কার্যালয় ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের খাগড়াছড়ি আসনের সাংসদ ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২০খ্রিঃ) সকালে উদ্বোধনের পর জেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় খাগড়াছড়ি জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আহবায়ক খোকনেশ্বর ত্রিপুরা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মোহসিন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা লিটনমনি চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা প:প: কর্মকর্তাসহ  সহকারি প্রকৌশলী মো: মেহেদি হাসান।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৪কোটি ৬৬লাখ টাকা ব্যয়ে উপ-পরিচালকের কার্যালয় ভবনের নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়াও বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় প্রায় ৩৫কোটি টাকার ব্যয়ে দুইটি হাসপাতাল এবং ১৫টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ কাজ করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।