Opu Hasnat

আজ ১ জুন বৃহস্পতিবার ২০২৩,

দুর্গাপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু নারী ও শিশুনেত্রকোনা

দুর্গাপুরে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে জান্নাতুল নামের ২ বছরের  শিশুর মৃত্যু হয়েছে । নিহত শিশু উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের দক্ষিন জাগিরপাড়া গ্রামের কৃষক সোহেল মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোজাঁখুজির পর, অতিবৃষ্টির কারনে বাড়ির পাশের সৃষ্ট ডোবাতে শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তাদের প্রতিবেদন পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।