Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ফরিদপুর শহরে পুলিশ সুপার এর বিনামূল্যে মাস্ক বিতরণ ফরিদপুর

ফরিদপুর শহরে পুলিশ সুপার এর বিনামূল্যে মাস্ক বিতরণ

করোনামুক্ত থাকতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ফরিদপুর জেলা পুলিশের উদ্দ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় শহরের গুরুত্বপূর্ণ বিপনী বিতান ও নিউ মার্কেট কমিটির নিকট সার্জিক্যাল মাস্ক প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা)।

করোনা থেকে নিজেকে ও অন্যকে নিরাপদ রাখতে প্রত্যেককে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে লাজ ফার্মা, নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান গুলোতে ফ্রিতে মাস্কের বক্সসমূহ দোকানদারদের হাতে তুলে দেন পুলিশের কর্মকর্তাগন। 

এসময় পুলিশ সুপার বলেন, আইন প্রয়োগের মাধ্যমে নয়, জনসচেতনার মাধ্যমে আমরা করোনা মুক্ত থাকতে চাই। সেই লক্ষ্যে এই উদ্যোগ।

পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানের সাথে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাশেদুল ইসলাম, কোতয়ালী পুলিশের অফিসার ইনর্চাজ মো. মোর্শেদ জামান, ট্রাফিক ইন্সেপেক্টর তুহিন লস্কর।