Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দৌলতদিয়ায় জেলের জালে বিশাল আকৃতির বাগাইড় ও রুই রাজবাড়ী

দৌলতদিয়ায় জেলের জালে বিশাল আকৃতির বাগাইড় ও রুই

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে পৃথকভাবে দুই জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বাগাইড় ও ১০ কেজি ওজনের রুই  মাছ।

বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মাছের আড়তে মাছ দুটি বিক্রি করতে আনলে শাকিল সোহান মৎস আড়তের মালিক মোঃ শাজাহান মিয়া স¤্রাট ২৫ হাজার টাকায় বাগাইড় মাছ ও ১৭ হাজার টাকায় রুই কিনে নেন। 

ব্যবসায়ী মোঃ শাজাহান মিয়া সম্রাট জানান, রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মায় শরীফ হলদার জাল ফেলে ১০ কেজি ওজনের রুই ও শাহিন হলদার ২৫ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরেন। পড়ে সকালে তারা মাছ দুটি আড়তে বিক্রির জন্য আনেন। সে সময় ১৭ শ টাকা কেজি দরে ১৭ হাজার টাকায় রুই ও ১ হাজার টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় বাগাইড় মাছটি কিনে নেন। পড়ে ১২ শ টাকা কেজি দরে ৩০ হাজার টাকায় বাগাইড় মাছ বিক্রি করেন ও রুই মাছটি ১৮শ টাকা কেজি দরে বিক্রির চেষ্টা করছেন। 

তিনি আরো বলেন, মাছ বিক্রি করতে এখন সময় লাগে না। মোবাইলে যোগাযোগের মাধ্যমে এরকম বড় বড় মাছ বিক্রি করা হয়। নদীর পানি কমতে থাকায় মাঝে মধ্যেই এখন বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে নদীতে।