Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

ফরিদপুরে ২৮ বছর বেতন বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন ফরিদপুর

ফরিদপুরে ২৮ বছর বেতন বঞ্চিত শিক্ষকদের মানববন্ধন

ফরিদপুরের এমপিওভুক্ত বেসরকারী কলেজের ২৮ বছর ধরে বেতন না পাওয়া নন এমপিও অনার্স মাস্টার্স কোর্সের শিক্ষকরা এমপিওভুক্তির দাবীতে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষক উজ্জল মৌলিক, কাদিরদী ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক সঞ্চয়িতা সাহা ও বাংলা বিভাগের শিক্ষক সুধাংশু কুমার বিশ্বাস বক্তব্য রাখেন। 

বক্তাদের দাবী, দীর্ঘদিনেও দাবী পূরণ না হওয়ায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে জেলার ৯৫জন ননএমপিওভুক্ত শিক্ষকসহ দেশের তিনহাজার পাঁচশ শিক্ষককে। অবিলম্বে এসব শিক্ষকদের এমপিওভুক্ত করতে সরকারের নিকট দাবী জানান তারা।