Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

বালিয়াকান্দিতে এমপি’র উদ্যোগে গাছের চারা বিতরণ রাজবাড়ী

বালিয়াকান্দিতে এমপি’র উদ্যোগে গাছের চারা বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের উদ্যোগে ৭ টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে বিনামূল্যে দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। 

সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা বন বিভাগের বাস্তবায়নে উপজেলা চত্বরে এ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান মোল্যা। 

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, রাজবাড়ী জেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, বন প্রহরী খোন্দকার আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।