Opu Hasnat

আজ ৩০ সেপ্টেম্বর বুধবার ২০২০,

ঘোড়াঘাটের ইউএনও’র ওপর হামলাকারীদের শাস্তি দাবীতে ফরিদপুরে মুক্তিযোদ্ধার সন্তান ফরিদপুর

ঘোড়াঘাটের ইউএনও’র ওপর হামলাকারীদের শাস্তি দাবীতে ফরিদপুরে মুক্তিযোদ্ধার সন্তান

বীর মুক্তিযোদ্ধার ওমর আালী শেখ ও তার কন্যা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভাঙ্গা উপজেলা কমান্ডের উদ্যোগে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে বেলা সাড়ে ১০টা থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদ কমপ্লেক্সে আসেন।

মানববন্ধনে জেলা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, ভাঙ্গা উপজেলা কমান্ডার আবুল বাশার মাতুব্বর, উপজেলা ডেপুটি কমান্ডার মো. মাহাবুব হোসেন, মো. আবুল হাসান মাতুব্বর ও মীর হাসমত আলী, সহকারী উপজেলা কমান্ডার (সাংগঠনিক) গোলাম মোস্তফা, ভাঙ্গা পৌর কমান্ডার জাকির হোসেন খসরু সহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। 

বক্তারা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবী করেন এবং হামলাকারীদের শাস্তির আওয়ায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবী জানান।

এই বিভাগের অন্যান্য খবর