Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে জারেভ খেলাধুলা

প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে জারেভ

প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন জার্মানির তরুণ টেনিস তারকা আলেকজান্ডার জারেভ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেমিফাইনালে পাঁচ সেটের লড়াইয়ে ৩-২ সেটে স্পেনের পাবলো কারেনো বুস্তাকে হারিয়ে ফাইনালে নাম লেখান তিনি। 

অবশ্য প্রথম দুই সেট পাবলোর কাছে হেরে গিয়েছিলেন তিনি। এরপর টানা পরবর্তী তিন সেট জিতে ফাইনালে ওঠেন। প্রথম দুই সেট তিনি ২-৬ ও ৩-৬ ব্যবধানে হেরে যান। এরপর ৬-৩, ৬-৪ ও ৬-৩ ব্যবধানে পরবর্তী তিন সেট জিতে ফাইনাল নিশ্চিত করেন।

ম্যাচ শেষে জারেভ বলেছেন, ‘আমি জানতাম আমাকে ঘুরে দাঁড়াতেই হবে। ধীরস্থির হয়ে খেলতে হবে। আমি জানতাম আমাকে আরো ভালো খেলতে হবে। এর আগে আমি কখনোই প্রথম দুই সেট হেরে ম্যাচ জিততে পারিনি। এই পর্যায়ে এসে এমন কিছু করতে পেরে ভালো লাগছে। আমি প্রথম কোনো গ্র্যান্ডস্লামের ফাইনালে উঠেছি। এটাই আমার কাছে অনেক কিছু।’ 

রোববার ফাইনালে ডমিনিক থেইম অথবা দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন জারেভ।