Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

মহালছড়িতে সমবায় সমিতির সদস্যাদের এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স খাগড়াছড়ি

মহালছড়িতে সমবায় সমিতির সদস্যাদের এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে সমবায় সমিতির সদস্য/সদস্যাদের এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলাধীন সমবায় সমিতির সদস্যদের একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স” অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার সমবায় কার্যালয়ের বাস্তবায়নে ও মহালছড়ি উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত স্থানীয় সমবায়ীদেও প্রশিক্ষণ দানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মো: জহির আব্বাস, প্রশিক্ষক মো: বেলাবল হোসেন, মহালছড়ি উপজেলা সমবায় অফিসার মো: ছালেহ উদ্দিন দিদার ও মহালছড়ি উপজেলা মৎস্য অফিসার প্রবীন চন্দ্র চাকমা।

উক্ত প্রশিক্ষণ কোর্সে মহালছড়ি উপজেলা এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী-পুরুষ সমবায় অংশ গ্রহণ করেন। মহালছড়ি উপজেলা সমবায় অফিসার মো: ছালেহ উদ্দিন দিদার পরিচালিত উক্ত প্রশিক্ষণ কোর্সের মূল বক্তব্য হলো সমবায় করবো, সুখী দেশ গড়বো।