Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

দৌলতপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত কুষ্টিয়া

দৌলতপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় রাসেল (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে মোটরসাইকেলে থাকা রুবেল (২২) আহত হয়েছেন। 

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১টার সময় দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাঠের মধ্যে ব্রীজের নিকট এ দূর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত রুবেল একই গ্রামের মুসা কলিমের ছেলে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নিশিকান্ত সরকার জানান, রাসেল ও তার বন্ধু রুবেল মোটরসাইকেল যোগে মথুরাপুর থেকে হোসেনাবাদ যাওয়ার পথে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ মাঠের মধ্যে ব্রীজের নিকট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের (যশোর-ট-২৭১৫) সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রাসেল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং রুবেল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রাসেলের মরদেহ উদ্ধার করে ময়না তদেন্তর জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সেই সাথে ঘাতক ট্রাক আটক করা হয়েছে।