সোনারগাঁয়ে এনজিওকর্মীকে গলা কেটে হত্যা নারায়ণগঞ্জ / 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যুরো বাংলাদেশ নামে এক এনজিও কর্মকর্তা সাজিদুল রহমানকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের মিছরিপাড়া এলাকায় হান্নান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। সে টাঙ্গাইলের মিরপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরে বারদী ইউনিয়নের মিছরিপাড়া এলাকার হান্নানের বাড়ি থেকে এনজিওকর্মীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কিস্তির লেনদেনের কোনো সমস্যা নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।