Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

মুকসুদপুর পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষ্যে মতবিনিময় গোপালগঞ্জ

মুকসুদপুর পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপন উপলক্ষ্যে মতবিনিময়

গোপালগঞ্জের মুকসুদপুরে পৌরসভার সদর বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এই উপলক্ষে মুকসুদপুর থানার উদ্যোগে মতবিনিময় সভা আয়োজন করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হলরুমে মতবিনিময় সভায় মুকসুদপুর থানার অফিসার ইনর্চজ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাবির হোসেন মিয়া, বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর পৌরসভা মেয়র আওয়ামী লীগের সভপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা।

স্বাগত বক্তব্য মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহভাপতি  ছিরু মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাত হোসেন লিটু মিয়া, মুকসুদপুর পাক্ষিক সংবাদ সম্পাদক হায়দার হোসেন পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোল্যা লুৎফর রহমান মুকসুদপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক অখিল শাহা ব্যবসায়ী শাহিন মিয়া প্রমুখ।

সভা সঞ্চয়লানা করেন এসআই  সাইফুল ইসলাম। পৌরসভার শপিংমল, মার্কেট বিভিন্ন রোডে মোড়ে মোড়ে  ক্লোসার্টিক ক্যামেরা বসানো হবে । এই ক্যামেরা বসানো পর  বাজার ব্যাবসায়ীদে সুবিদা পাবে দিন বা রাতে চুরি সম্ভবা খুব কম হবে। বাজারে  বাহাড়াধার থাকা সত্যেও ফাঁকি দিয়ে চোর প্রায় রাতে ব্যাবসা প্রতিষ্ঠান চুরি করে  দ্রুত পালিয়ে  যায়। চোর চিনা বা আটক করার কোনো সুযোগ থাকে না চুরি যাওয়াতে ব্যাবসায়ীরা আতিক ভাবে ক্ষতিগস্ত হচ্ছে। এই ক্যামেরা বন্ধী থাকবে চোরকে সুবিদা হবে আটক করার । বর্তমান ডিজিটাল যুগ ক্যামের বসানো হলো ব্যবসায়ী ক্রেতা জনসাধানর সবার উপকারে আসবে চুরিসহ গোলমাল অসমাজিক কার্য়কালাপ রক্ষা হতে পারে। ঈদে আসলে চোরের উৎপাত পেরে যায় পোষাক চুরি ক্যামেরা থাকলে বাজারে  দোকান চুরি হবে না। 

এই বিভাগের অন্যান্য খবর