Opu Hasnat

আজ ২৬ সেপ্টেম্বর শনিবার ২০২০,

ব্রেকিং নিউজ

আসছে ‘খোদা হাফিজ চ্যাপটার টু’ বিনোদন

আসছে ‘খোদা হাফিজ চ্যাপটার টু’

আগস্টে মুক্তি পেয়েছে বিদ্যুৎ জামওয়ালের ‘খোদা হাফিজ’। করোনা পরিস্থিতির কারণে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়নি সিনেমাটি।

তবে অনলাইনে প্ল্যাটফর্মে মুক্তির পরও দারুণ সাড়া পেয়েছে রোমান্টিক-থ্রিলারটি। ‘খোদা হাফিজ’র সাফল্যের পর এবার এলো এর দ্বিতীয় কিস্তি নির্মাণের ঘোষণা। যেটির শুটিং ২০২১ সালে শুরু হবে। টুইটারে বিদ্যুৎ জামওয়াল খবরটি নিজেই জানিয়েছেন।

‘ফোর্স’ খ্যাত এই তারকা টুইটারে লেখেন, ‘খোদা হাফিজ’র অভূতপূর্ব সাফল্যের পর নির্মিত হতে যাচ্ছে এর দ্বিতীয় কিস্তি ‘খোদা হাফিজ চ্যাপটার টু’। ২০২১ সালের প্রথম দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।  

প্রথম পর্বের মতো এই সিনেমাটিও পরিচালনা করবেন ফারুক কবির। থাকছে বিদ্যুৎ জামওয়াল- শিবলীকা ওবেরয় জুটিও। তবে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি।