Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

পার্বতীপুরে ক্যাবল টিভি নেটওর্য়াকের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস চালু দিনাজপুর

পার্বতীপুরে ক্যাবল টিভি নেটওর্য়াকের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের ক্লাস চালু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ক্যাবল টিভি নেটওর্য়াকের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চালু করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় বিষয়ক সম্পকির্ত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার মোবাইলফোনের মাধ্যমে উপজেলার ফুঁলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাবল টিভি নেটওর্য়াকের মাধ্যমে পাঠদান কার্যক্রম উদ্ধোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ মিথুন মুন্নী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা ক.খ.ম আলাওল হাদী, সহকারি শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বারি লিখনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।  

পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, কোন শিক্ষার্থীই যাতে প্রাথমিক শিক্ষা লাভ থেকে অকালে ঝরে না পড়ে সেজন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

পার্বতীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা ক.খ.ম আলাওল হাদী বলেন, উপজেলার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ক্যাবল টিভি নেটওর্য়াকের মাধ্যমে এ পাঠদান কার্যক্রম চলবে।