Opu Hasnat

আজ ৩০ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু ব্রাহ্মনবাড়িয়া

কসবায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার স্কাউটার মো. জামাল হোসেন আখন্দের (সিএএলটি) একমাত্র ছেলে ‘শাপলা কাব’ অ্যাওয়ার্ড প্রাপ্ত মধাবী ছাত্র স্কাউট ইমতিয়াজ আখন্দ ইফতি রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

সে জেনেটিক কম্পিউটার একাডেমী মুক্ত স্কাউট গ্রুপের সহকারী উপদল নেতা। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম ছলছে।

জেনেটিক কম্পিউটার একাডেমী মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও বাংলাদেশ স্কাউটস’র উপ-পরিচালক ফারুক আহমেদ, আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মো. মোজাম্মেল হোসেন, উপ-কমিশনার (সংগঠন) মো. আবদুর রাজ্জাক, উপ-কমিশনার (কাব ও প্রকল্প) মো. আক্তারুজ্জামান, উপ-কমিশনার (আইসিটি ও স্ট্রাটেজিকপ্লানিং গ্রোথ) মো. অলিউল্লাহ সরকার অতুল, যুগ্ম সম্পাদক এ বি এম আবুল হাসেম, আঞ্চলিক পরিচালক সপন কুমার দাস, কসবা প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ স্কাউটস, কসবা উপজেলা সহসভাপতি মো. সোলেমান খান, ট্রেজারার মো. ছফিউল্লাহ, উপজেলা স্কাউট সম্পাদক মো. নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. জয়নাল আবেদীন, স্কাউট লিডার কেবিএম হুমায়ুন কবির, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম সারোয়ার ইমতিয়াজ আখন্দ ইফতির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।